• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

রাজনীতি

ফখরুলকে ভালো জানাতাম, ওনি জনগণকে বিভ্রান্ত করার কথা বলেন: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্কারভাবেই বলেছেন আন্দোলন করতে পারেন- এটা রাজনৈতিক দলের অধিকার। আন্দোলন করবেন। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

সকালে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন আইমন্ত্রী। তিনি দিনভর দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন।

বিএনপি নেতাকর্মীদের বিচারে রাতেও আদালত বসছে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে ভালো জানতাম। ওনি অনেক কথাই জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে আইন সচিব গোলাস সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads